জোরারগঞ্জে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আবরাজ সাঈদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২ টায় বাড়ির আঙ্গিনায় খেলা করার ফাঁকে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহত শিশু আবরাজ সাঈদ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজুর ছেলে।

নিহতের স্বজন ফয়জুল হাসান ফুয়াদ জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার সময় খেলাধুলার এক পর্যায়ে ঘরের পাশে পুকুরের পড়ে যায়। পরে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে গেলে তাকে ভাসতে দেখা যায়। তার বাবা উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিনকে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও খবর