রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সকল যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটির।
ইন্টারফ্যাক্স, তাস ও অন্যান্য রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ একটি বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি আমুর অঞ্চলে যাচ্ছিল, যা চীনের সীমান্তবর্তী এলাকা। যাত্রাপথে এটি রাডারের বাইরে চলে যায় এবং পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তার ধ্বংসাবশেষ খুঁজে পায়।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যমতে, উড়োজাহাজটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। তবে পরে মন্ত্রণালয় জানায়, আরোহীর সংখ্যা আনুমানিক ৪০ জন হতে পারে।
আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সেটিকেই বিবেচনা করছে কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বনের মধ্যে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পড়ে আছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে জানান, উদ্ধার অভিযানে সবধরনের বাহিনী ও প্রয়োজনীয় উপকরণ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি সোভিয়েত আমলে তৈরি ‘অ্যান-২৪’ মডেলের, যার বয়স প্রায় ৫০ বছর।