গৃহবধূ সালমা’র কোল জড়ে একসাথে তিন শিশুর জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। সোমবার দিবাগত রাতে হাসপাতালের গাইনী বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সালমা আক্তার চাঁদপুর জেলার বাসিন্দা। গর্ভাবস্থায় চাঁদপুরে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে বলে নিশ্চিত হন। পরবর্তীতে প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে মিরসরাইয়ের বারইয়ারহাটে অবস্থিত বিএম হাসপাতালে ভর্তি করেন। রাতেই চিকিৎসকদের একটি টিম সফলভাবে অস্ত্রোপচার করে তিন নবজাতকের জন্মদান সম্পন্ন করে। পরে নবজাতকদের চার ঘণ্টা এনআইসিইউতে অবজারভেশনে রাখা হয়। বর্তমানে তারা সুস্থ থাকায় মায়ের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি রাহাত বলেন, “মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ আছেন। বর্তমানে সবাইকে একসাথেই রাখা হয়েছে। আমাদের চিকিৎসক দল সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণ করছে।”

এ সম্পর্কিত আরও খবর