শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, সরকার যদি মনে করে তার দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটেছে, তাহলে তাকে যেতে বললে তিনি সরে যাবেন। তবে নিজ থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় তার নেই, কারণ তিনি মনে করেন না যে তার দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই। সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব।”
তিনি আরও বলেন, “সেখানে আমার নিজে থেকে করার (পদত্যাগ) কোনো অভিপ্রায় নেই। কারণ, আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনারা ঘটনাগুলোর পরম্পরা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমার তো নিয়োগপত্রও রয়েছে।”
শিক্ষার্থীদের আন্দোলন ও পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, “সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম-কানুন আছে, তা অনুসরণ করেই সবকিছু হয়েছে।”
শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার উত্তর আমি দিতে পারব না।”