বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের স্মরণে মিরসরাই প্রেসক্লাবের দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩১জন নিহত এবং আহত হয় অর্ধশত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মিরসরাই প্রেস ক্লাব।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আলম।

অনুষ্ঠানের শুরুতে মাইল স্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ওইদিন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মিরসরাই ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দিন।

#

এসময় দৈনিক কালের কণ্ঠের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, ইত্তেফাকের মোহাম্মদ ইউসুফ, ভোরের দর্পণের আশরাফ উদ্দিন, কালবেলার নুরুল আজহার, ডিবিসি নিউজের সাদমান সময়, যায়যায়দিনের ইকবাল হোসেন, আজকের পত্রিকার সাফায়েত মেহেদী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর