মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কয়েকশ’ শিক্ষার্থী। তারা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় সময়োপযোগী সিদ্ধান্ত নেয়নি। বরং গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়, যা ছিল ‘অবজ্ঞাসুলভ’ আচরণ।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে”, “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”—এই ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে ও বাইরে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা সদস্য।
উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।