রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছে নগরবাসী। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৬ জন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, এবং তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আহতদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশই দগ্ধ হয়েছেন।”
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। উত্তরার পাশাপাশি টঙ্গী, মিরপুর, পল্লবী, কুর্মিটোলা ও পূর্বাচল স্টেশনের ইউনিটগুলো কাজ করে।
আইনশৃঙ্খলা ও উদ্ধার কাজে দুই প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরাও যুক্ত হন। পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।
বিদ্যালয়ের ওপরেই বিমান বিধ্বস্ত
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিমানটি সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যানটিন সংলগ্ন ক্লাসরুমে আছড়ে পড়ে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “ক্ষতিগ্রস্ত ভবনটিতে সাধারণত ছাত্রছাত্রীদের চলাচল থাকে। এখন পুরো কলেজ চত্বরে প্রবেশ নিষেধ।”
আইএসপিআর-এর তথ্য
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এরপরই দুর্ঘটনা ঘটে।