লিগের শীর্ষ দল ফ্লামেঙ্গোকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল সান্তোস। কিন্তু সেই আত্মবিশ্বাস টিকল না পরের ম্যাচেই। শনিবার (১৯ জুলাই) সিরি ‘আ’র ম্যাচে লিগ টেবিলের মাঝের সারির দল মিরাসলের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে গেছে নেইমার জুনিয়রের দল।
এস্তাদিও মিউনিসিপ্যাল জোসে মারিয়া দে ক্যাম্পোস মাইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। কিন্তু বল দখলে এগিয়ে থেকেও আক্রমণে ধারহীন ছিল সান্তোস। ৮টি শটের একটিও ছিল না লক্ষ্যে।
প্রথমার্ধে কোনো গোল না হলেও ৬৯ মিনিটে ছিকোর গোলে এগিয়ে যায় মিরাসল। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেইনালদো মানোয়েল। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেসনের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ান রেনাতো।
ম্যাচের একদম শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক দলের জোয়াও ভিক্টর।
১৩ ম্যাচে ৫ জয় ও ৬ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে মিরাসল এখন সিরি ‘আ’র পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস রয়েছে ১৪ নম্বরে।