জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিরসরাইয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি হুসাইন মুহাম্মদ মাসুম।
এসময় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন রাজু, যুগ্ম-আহ্বায়ক এমরান আনোয়ার এবং উত্তরজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফিরোজোর রহমান শাকিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক শাকিল, সদস্য তৌহিদুল ইসলাম নিশান, মিরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, কলেজ ছাত্রনেতা ফখরুল ইসলাম ভূঁইয়া এবং ইকবাল হোসেন ইমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ৩নং ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহাগ, ৪নং ধুম ইউনিয়নের সভাপতি এমরান হোসেন মেহেদী, ৬নং ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন তারেক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭নং ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক তামিম হোসেন, ৮নং ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর হোসেন অভি, ১০নং ইউনিয়নের সভাপতি আব্দুল্লা আল মাসুম মনিম ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাজিব, ১১নং ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ নুরখান এবং ১২নং ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন- ছাত্রনেতা রিয়াদ হোসেন, নিলয়, মোতালেব, শাহবুদ্দিন সোহাগ, সাইফুল ইসলাম, সিয়াম, সাকিব, মির হোসেন টিটু, সাগর, নয়ন, আরিফ প্রমুখ।
অনুষ্ঠনে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।