এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মলিয়াইশ উচ্চ বিদ্যালয়

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জনসহ মোট ১২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইয়াকিন ও নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া বিনতে মঈনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নজরুল গবেষক অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক সাইফুল ইসলাম ভূঁইয়া, একাডেমিক কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, শিক্ষক সালাউদ্দিন মজুমদার ও তুষার কান্তি দাস।

#

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক কমিটির সদস্য নুর উদ্দিন সেলিম, শাহেদ ইকবাল, মাসুদ রানা, জামসেদ আলম চৌধুরী তপু ও আমজাদ হোসেন জিহান।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, পলাশ দাস, জাফর ইকবাল, কাজী এমরান, কামরুল ইসলাম ও আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো সমাজের গর্ব। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর