চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জনসহ মোট ১২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইয়াকিন ও নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া বিনতে মঈনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নজরুল গবেষক অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক সাইফুল ইসলাম ভূঁইয়া, একাডেমিক কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, শিক্ষক সালাউদ্দিন মজুমদার ও তুষার কান্তি দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক কমিটির সদস্য নুর উদ্দিন সেলিম, শাহেদ ইকবাল, মাসুদ রানা, জামসেদ আলম চৌধুরী তপু ও আমজাদ হোসেন জিহান।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, পলাশ দাস, জাফর ইকবাল, কাজী এমরান, কামরুল ইসলাম ও আলাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো সমাজের গর্ব। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।