সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন, গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। সম্রাট অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে ১৭ আগস্ট।

দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে কাকরাইল কার্যালয় থেকে মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া মাদক, অস্ত্র এবং মানি লন্ডারিংসহ একাধিক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর