গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। গোপালগঞ্জেও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি সমাবেশ আয়োজন করা হয়।”

নাহিদ অভিযোগ করেন, “সেই সমাবেশে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। আমাদের গাড়িবহরেও হামলা ও গুলিবর্ষণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও হামলা হয়েছে।”

#

তিনি জানান, “এই ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুরের বুধবারের পথসভা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ফরিদপুরে সভা অনুষ্ঠিত হবে এবং অন্যান্য পথসভাও চলবে।”

গোপালগঞ্জকে ‘ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, “পলাতক ছাত্রলীগ নেতারা সেখানে অবস্থান করছিল। তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা।

এ সম্পর্কিত আরও খবর