৩২ নারী, ১০ শিশু ও ১১ পুরুষ বিজিবির হেফাজতে

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে একসাথে ৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় বাহিনী।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জন নারী, ১০ জন শিশু এবং ১১ জন পুরুষ রয়েছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, সিলেট জেলার কানাইঘাট উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৯ জন, গোয়াইনঘাট উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের নোয়াকাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করে বিএসএফ।

পুশ-ইন হওয়া সবাইকে বিজিবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিচয় এবং ভারতে কীভাবে গেলেন সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সম্পর্কিত আরও খবর