আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদা যোগ দিচ্ছেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে। বোতাফোগোর সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, ধারে খেলেছিলেন লিঁওতে। ফরাসি ক্লাবটির হয়ে লিগ ওয়ানে ১৬ ম্যাচ খেলার পর এবার স্থায়ীভাবে যাচ্ছেন নতুন ঠিকানায়।
স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, মেডিকেল ও আনুষ্ঠানিকতা শেষে সম্পন্ন হবে আলমাদার চুক্তি। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ১৫-২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে প্রায় চূড়ান্ত হয়েছে চুক্তি।
আগে মেজর লিগ সকারের আটলান্টা ইউনাইটেডে খেলা এই তারকা বোতাফোগোতে যোগ দিয়েছিলেন সিরিআর ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফিতে—প্রায় ২১ মিলিয়ন ডলারে।
মিডফিল্ড ও উইং—দুই জায়গাতেই খেলার দক্ষতার কারণে অ্যাতলেতিকোর জন্য আকর্ষণীয় সাইনিং হয়ে উঠেছেন ২৪ বছর বয়সী আলমাদা।
এদিকে, অ্যাতলেতিকো থেকে বিদায়ের পথে আরেক আর্জেন্টাইন রদ্রিগো ডি পল। ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধার জন্য রাজি হয়েছেন তিনি। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর, নতুন করে চুক্তি না করায় অ্যাতলেতিকো এবারই তাঁকে বিক্রি করতে চায়। ডি পলের বিকল্প হিসেবে ক্লাবটির নজরে রয়েছে ভ্যালেন্সিয়ার জাভি গুয়েরা।