গণতন্ত্রে বাধা এলে প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাধা এলে তা গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারে না থেকেও একটি বিশেষ রাজনৈতিক দল যেভাবে মিছিল করছে এবং অশ্লীল স্লোগান দিচ্ছে, তাতে প্রশ্ন ওঠে—দেশ কি আবারও ফ্যাসিবাদের যুগে ফিরে যাচ্ছে?”

তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে। মিটফোর্ডে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।”

মির্জা ফখরুল জানান, রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিএনপি একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠন করেছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

#

তিনি আরও বলেন, “যদি কোনো অপশক্তি পতিত স্বৈরাচার আর ষড়যন্ত্রকারীদের নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে তা প্রতিহত করব ইনশাআল্লাহ।”

মিটফোর্ড হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ব্যবহার নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্ররোচিত ঘটনা হতে পারে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “কুমিল্লা, খুলনাসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় সবার প্রতিবাদ কি সমান ছিল? আইনশৃঙ্খলা বাহিনীর নিকটবর্তী এলাকায় হত্যাকাণ্ড ঘটেও কেন প্রতিরোধ হলো না?”

এ সম্পর্কিত আরও খবর