শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে মাদক পাচারের তথ্য পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫) চিহ্নিত করে থামানোর সিগন্যাল দিলে বাস থেকে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের সন্দেহ হলে তাদের নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় বিশেষ কায়দায় কোমড়ে লুকানো অবস্থায় তাদের ছয়জনের কাছ থেকে মোট সাড়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের নাম ও ঠিকানা নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর