গাজায় গণহত্যা বন্ধে ৫৯জন লেবার এমপিদের আহবান

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ‘জাতিগত নিধন’ চলছে অভিযোগ করে অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির ৫৯ জন এমপি। একইসঙ্গে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ‘লেবার ফ্রেন্ডস অব ফিলিস্তিন অ্যান্ড দ্য মিডল ইস্ট’-এর উদ্যোগে লেখা এক চিঠিতে এই দাবি জানানো হয়, যা বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে। স্বাক্ষরকারী এমপিদের মধ্যে লেবারের মধ্যপন্থি ও বামপন্থি দু’ধরনের প্রতিনিধিরাই রয়েছেন।

চিঠিতে তারা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সেই ঘোষণার তীব্র সমালোচনা করেন, যেখানে গাজার সব বাসিন্দাকে রাফাহর ধ্বংসস্তূপে একটি ‘তাবু শহরে’ স্থানান্তরের পরিকল্পনার কথা বলা হয়। এমপিরা বলেন, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে তা ফিলিস্তিনি বেসামরিক জনগণের জোরপূর্বক স্থানান্তর এবং তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করার শামিল হবে। এটি একধরনের ‘জাতিগত নিধন’ বলেও মন্তব্য করেন তারা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাজ্যকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে— যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-র অর্থায়ন পুনরায় চালু, ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য অবরোধ এবং জিম্মি মুক্তির উদ্যোগ।

#

তারা বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে যুক্তরাজ্যের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নীতির বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। এর মাধ্যমে ইসরায়েলকে বার্তা দেওয়া হবে যে, তারা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পথেই এগোতে পারবে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ ইতোমধ্যে দশম মাসে গড়িয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই সময়ে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, ধ্বংস হয়েছে অবকাঠামো, আর ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতি আলোচনাও। তবু যুক্তরাজ্যের নতুন লেবার সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি।

এ সম্পর্কিত আরও খবর