চাকুরী ফেরত পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে তার বকেয়া বেতন ও সকল সুযোগ-সুবিধা ফিরিয়ে দিতে হবে বলেও আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় মো. শরীফ উদ্দিন বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। সে সময় তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়।

#

প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে ‘জনস্বার্থে’ এই আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে মো. শরীফ উদ্দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার তদন্ত করেন। এসব মামলায় প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায়, তিনি বিভিন্ন মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।

চাকরিচ্যুত করার ঘটনায় সেসময় ব্যাপক সমালোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর প্রতিবাদ জানান এবং শরীফ উদ্দিনের সাহসিকতা ও সততার প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও খবর