কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন এখনো নিখোঁজ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কে. এম. সাদমান রহমান সাবাব (২০২৩-২৪ শিক্ষাবর্ষ), তিনি চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং শহীদ ফরহাদ হলের ৫০৮ নম্বর কক্ষে আবাসিক ছিলেন।
জানা গেছে, চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচ শিক্ষার্থী মিলে ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজার ভ্রমণে যান। এদের মধ্যে সাবাব, আসিফ আহমেদ ও অরিত্র হাসান হিমছড়ি বাঁধ এলাকার নিচে গোসলে নামেন। এ সময় প্রবল স্রোতের তোড়ে তারা তিনজনই ভেসে যান। সমুদ্র তখন ছিল উত্তাল ও দুর্যোগপূর্ণ, বৃষ্টিপাতও চলছিল।
স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর সাবাবের মরদেহ উদ্ধার করেন জেলেরা। তবে আসিফ ও অরিত্রর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, উত্তাল সমুদ্রের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি। জোয়ার কমে গেলে অভিযান শুরু হবে।
চবির সহকারী প্রক্টর ও বিভাগের অধ্যাপক ড. সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, “গতরাতে বিভাগের কয়েকজন শিক্ষার্থী ব্যক্তিগতভাবে কক্সবাজারে বেড়াতে যায়। আজ দুপুরে আমরা এ খবর পাই। একজনের মরদেহ উদ্ধার হয়েছে, অন্য দুজন নিখোঁজ। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি এবং ইতোমধ্যে শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। শিক্ষক প্রতিনিধি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।”
বিভাগীয় সূত্রে জানা গেছে, এটি কোনো শিক্ষা সফর ছিল না। শিক্ষার্থীরা বন্ধুত্বসুলভ ভ্রমণে বেরিয়েছিলেন।