বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে।
এর আগে, গত এপ্রিলেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শুল্ক কার্যকরের সময়সীমা পেছানোর জন্য ট্রাম্পকে চিঠি লিখেছিলেন। তখন তিন মাসের সময় দেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে ট্রাম্প বলেন, “আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের, যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতিফলন রয়েছে।” তিনি জানান, দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি ও বাণিজ্য বাধা দূর করতেই এই সিদ্ধান্ত।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তবে তাদের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুততম সময়ের মধ্যে উৎপাদনের অনুমোদন পেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “এই শুল্ক আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। যদি আপনার দেশ যুক্তরাষ্ট্রের জন্য তার বাজার উন্মুক্ত করে এবং শুল্ক ও অশুল্ক নীতিমালা শিথিল করে, তবে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি।”
ট্রাম্পের এই ঘোষণার ফলে বাংলাদেশের গার্মেন্টস, চামড়া, কাঁচামালসহ সব রপ্তানি খাতেই বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনার গুরুত্ব এখন অত্যন্ত বেশি।