চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) আয়োজিত দিনব্যাপী নানান কর্মসূচী মাধ্যমে দিনটি পালিত হয়।
সংগঠনটির সভাপতি নুরুন নবী’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শাহারিয়া হোসেন আবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জাহেদুল ইসলাম আরিফ ও মোঃ তারেক রহমান।
আলোচনা পর্ব বক্তব্য রাখেন- সংগঠনের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সভাপতি নুরুন নবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তাপস দে, সাংগঠনিক সম্পাদক বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুসলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহন সূত্রধর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব এবং সদস্য নাইম উদ্দিন মুন্না প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সংগঠনের সদস্যরা গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মাঝে প্রাণচাঞ্চল্য এনে দেয়। সবশেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দে বলেন, “স্বপ্নতরী-৭১ ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।”