যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪১ জন। নিহতদের মধ্যে ২৪ শিশুসহ ৬৮ জনই কেরি কাউন্টির বাসিন্দা বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানায়, বন্যায় গুয়াডালুপে নদীর তীরবর্তী ‘ক্যাম্প মিসটিক’ নামে একটি মেয়েদের সামার ক্যাম্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনও নিখোঁজ রয়েছে ১০ মেয়ে শিশু ও এক কাউন্সেলর।
শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট বেড়ে যাওয়ায় ক্যাম্পটি তলিয়ে যায়। উদ্ধার অভিযানে জড়িত কর্মীরা জানান, ভিকটিমদের দেহ ক্যাম্প থেকে আট মাইল দূরেও পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন ক্যাম্প পরিচালক রিচার্ড ইস্টল্যান্ড।
এদিকে, প্রচণ্ড কাদামাটিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সামনে আরও ঝড়ের পূর্বাভাস থাকায় উদ্বেগ বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেরি কাউন্টিকে ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করেছেন।
এমন আকস্মিক বন্যায় স্থানীয় বাসিন্দারা ত্রাণ তৎপরতায় সহায়তা করছেন। এঘটনায় বিশ্বজুড়ে এই ঘটনায় শোক ও সহানুভূতি প্রকাশ করছে মানুষ।