সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিঠানালা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ-সমাবেশ

সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বশর মেম্বারের পোলের গোড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফু উদ্দীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হানিফ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ডা. নুর উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ফয়সাল, মো. আরিফ, মো. রিয়াদ, মো. মাইন উদ্দিন, মো. নাজিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাবেদ হোসেন টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা আজিম উদ্দিন রুবেল, শেখ ফরিদসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

#

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের গণমানুষের নেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে—এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বক্তারা আরও বলেন, মিঠানালা ইউনিয়নে যেকোনো ধরনের অরাজকতা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর