সততার মানদণ্ডে ইমরানের ৪ লাখ টাকার জয়

ভুলবশত একাউন্টে চলে আসা ৪ লক্ষ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন।

জানা গেছে, পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৫০) ভুলবশত ইমরান হোসেনের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নগদ ৪ লাখ টাকা পাঠিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ফারুক হোসেন ইমরানের সঙ্গে যোগাযোগ করলে, বিনা দ্বিধায় টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন ইমরান হোসেন।

ঘটনার ধারাবাহিকতায় আজ (৩ জুলাই) সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজ এবং একই ইউনিয়নের ইউপি সদস্য আজির উদ্দিন সোহেলের উপস্থিতিতে ফারুক হোসেনের হাতে পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হয়। টাকা হস্তান্তরের সময় উভয়পক্ষের মধ্যে কৃতজ্ঞতা ও সম্মানের আবহ বিরাজ করে।

এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেন, “মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, বরং অন্যের ভুল বা বিপদেও পাশে দাঁড়ানো। আমি শুধু আমার দায়িত্বটুকুই পালন করেছি।”

#

স্থানীয়রা জানান, ইমরান হোসেন এর আগেও বিভিন্ন সময় সততা, মানবিকতা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ ধরনের কাজ বর্তমান সমাজে অত্যন্ত বিরল ও অনুসরণযোগ্য।

নিজের হারানো অর্থ ফিরে পেয়ে আবেগাপ্লুত ফারুক হোসেন বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম এত বড় অংকের টাকা ভুল করে পাঠিয়ে দিয়ে। কিন্তু ইমরান ভাইয়ের মতো একজন সৎ ও নীতিবান মানুষ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”

এই ঘটনার মাধ্যমে সমাজে আবারও প্রমাণ হলো, এখনো মানবতা, সততা ও ভালোবাসা বেঁচে আছে – শুধু প্রয়োজন সঠিক মানুষের সাহসী পদক্ষেপ।

এ সম্পর্কিত আরও খবর