ভুক্তভোগী নারীর ভিডিও ভাইরাল: ধর্ষক ফজর আলীসহ চারজন গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন ফজর আলী। ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হন তিনি। পরে আহত অবস্থায় পালিয়ে যান। এ সময় কিছু ব্যক্তি ওই নারীকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মান-সম্মান চরমভাবে ক্ষুণ্ণ হয়।

এদিকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে আইনগত কারণে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর