হালদা নদীর সুরক্ষা, উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সুরক্ষা,সংরক্ষণ ও
উন্নয়ন বিষয়ক বিভাগীয় পর্যায়ে স্টেকহোল্ডার অবহিতকরণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (রবিবার) সকাল ১০ ঘটিকায় জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়ার্কশপে হালদা প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ।
মূখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ড. রাজু আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী,
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের হ্যাচারি অফিসার তৌফিক হাসান কবির।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নাসিম আল মাহমুদের সঞ্চালনায়
বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুল হাসান,শেখ মোহাম্মদ এরশাদ বিন শহীদ,স্বপন চন্দ্র দে, মোঃ রাশিদুল হক,মোঃ নাঈম হাসান, মোঃ আব্দুল আলীম, হালদা নদীর ডিম সংগ্রহকারী মোঃ ইলিয়াস, শফিউল আলম, আশু বড়ুয়া।

#

কর্মশালায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পীযুষ প্রভাকর, মোঃ ইমরান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার মোঃ আনিসুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিমসহ জেলা-উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ, ডিম সংগ্রহকারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হালদা নদীর সুরক্ষার সরকারের পাশাপাশি সুফলভোগীসহ সকলে সম্মিলিতভাবে কাজ করলে আগামীতে নদীর জীববৈচিত্র্য রক্ষার
পাশাপাশি এই নদীর ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে।
বক্তারা আরো বলেন, মানিকছড়িতে তামাক চাষ ও বালি উত্তোলন বন্ধ করতে হবে। এছাড়া রাবার ড্যামের বিষয়টিও বিবেচনা করতে হবে।
এছাড়া শাখা খাল গুলো যাতে দূষণমুক্ত রাখা যায় সেই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

এ সম্পর্কিত আরও খবর