বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়ির সামনে অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনভর উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়ির সামনে অনশন করেন তিনি। আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি বিয়ের জন্য খোঁজখবর নেন। প্রায় দুই মাস আগে ৩৫ বছর বয়সী ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। রাজি হওয়ার পর বিভিন্ন সময়ে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন এবং এমনকি ভুল ঠিকানাও দেন। পরে কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে শনিবার সকালে তার আসল বাড়ি খুঁজে পান তিনি।

বৃদ্ধের দাবি, “হয় আমার টাকা ফেরত দিতে হবে, নয়তো আমাকে বিয়ে করতে হবে। আমার সঙ্গে যে প্রতারণা হয়েছে তার ন্যায়বিচার চাই।”

#

এলাকাবাসীর অভিযোগ, ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তার স্বভাব-চরিত্র ভালো নয় বলেও তারা দাবি করেন। এ ধরনের প্রতারণার জন্য তারা ওই নারীর শাস্তি দাবি করেছেন।

ঘটনার খবর পেয়ে সকালেই ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

এ সম্পর্কিত আরও খবর