গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাজনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকার একটি বিল থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি মনি ট্রেডিং করপোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ঢাকার মিরপুরে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ায়। পিতা মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলু।
স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে জ্যোতি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
রাত দেড়টা পর্যন্ত প্রথম দফা উদ্ধার অভিযান চলে। তবে বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরদিন সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। অভিযান চালায় গাজীপুর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন তল্লাশি শেষে মঙ্গলবার সকালে গাজীপুরা এলাকার একটি জলাশয়ে অভিযান চালিয়ে কচুরিপানার নিচে মরদেহ পাওয়া যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে ডুবুরি দল ও সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করেছে।”