বগুড়ার ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
নিহতরা হলেন— ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদী শাশুড়ি ও নাতি বউ।
এ ঘটনায় বুলবুলের মেয়ে ও নিহত লাইলীর নাতনি বন্যা (১৬) গুরুতর আহত হয়েছেন।
আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন জানান, সৈকত নামের এক যুবক দীর্ঘদিন ধরে বন্যাকে উত্যক্ত করে আসছিল। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে সৈকতসহ সাত-আটজন যুবক বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বন্যার ভাবী হাবিবা ইয়াসমিন তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। পরে লাইলী বেওয়াকেও একইভাবে হত্যা করে। বন্যা এগিয়ে এলে তার পেটেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”